কবিতার অর্থ বুঝতে হলে প্রথমে নিজেকে সুস্থ পাঠক হতে হয় তাহলে সমস্ত লেখার মানে চোখে ভেসে ওঠে।।
কবি সহজ সরল শব্দে লিখেছেন
প্রেম নারী স্মৃতি পূর্ব পুরুষ মা বাবা কে নিয়ে।। যা ভোলা যায় না।। বারবার মনে হয় শব্দ গুলো নিয়ে আঁকিবুঁকি কাটি সারাদিন।।
কবি ভাবনার গভীর সমুদ্র থেকে কিছু শব্দ এনে শব্দ বুনেছে যা একজন প্রকৃতি পাঠকের মন ছুঁয়ে যায়।। কবি লিখেছেন
ক্যালেন্ডার পুরনো হলে শুধু ছবি মনে হয়
ছবি পুরনো হলে স্মৃতি হয়ে ওঠে
স্মৃতি যত পুরনো হয়
মা হয়ে ওঠে
অর্থাৎ সময় যেমন ক্যালেন্ডারে একটির পর একটি দিন পিছু ফেলে এগিয়ে যায় কিছু সুখ দুঃখ নিয়ে,শুধু মনে থাকে তার গভীর স্মৃতি।।
কবির শেষের এই দুই লাইনের ভাবনা আমার অতীতের স্মৃতি কিছু সময়ের জন্য দু'চোখ ভিজিয়ে গেল একবার ।।
কবি আবার কিছু শব্দের মধ্যেই ছড়িয়ে দিয়েছে মুগ্ধতা মোহিত করেছে তুলেছে আমায়।। লিখেছেন আমাদের ব্যস্ত জীবন, অন্ধকার নিয়ে যা মনে কোনে গেঁথে আছে --
ছোটবেলায় যখন বাবার সাথে মেলায় যেতাম
মরণকুয়া দেখে ফিরতাম
একটা আবদ্ধ লোহার জালের মধ্যে
কি ভয়ংকর খেলা দেখাত চার-পাঁচজন যুবক
এখন ঘুমের ঘোরে আসে সেই স্বপ্ন
একটা আবদ্ধ পৃথিবীর ভেতর আমি খেলা দেখাচ্ছি
দর্শকের তুমুল হাততালি
আর
আর টিকিট কাউন্টারে বসে আছে
জীবন।।
"দরজা খোলা অনন্ত"
লেখক-বিপ্লব মিশ্র
প্রকাশক-কবিতা আশ্রম
No comments:
Post a Comment